অধিনায়ককে তিন ম্যাচে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ

0

উয়েফা ন্যাশনস কাপের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। যে কারণে এখন তাকে পরের তিন ম্যাচে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। যদিও প্রাথমিকভাবে আরও বড় ইনজুরির শঙ্কায়ই ছিল স্প্যানিশ ক্লাবটি।

জার্মানির বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে ৬-০ গোলের বড় জয় পেয়েছিল স্পেন। সেই ম্যাচের পুরোটা খেলতে পারেননি রামোস। হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছেড়ে যান প্রথমার্ধেই, তার বদলে আসেন এরিক গার্সিয়া। তখন মনে হয়েছিল, হয়তো লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে রামোসকে।

তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মাসের (ডিসেম্বর) শুরু থেকেই অধিনায়ককে পাচ্ছে তারা। যার মানে দাঁড়ায় স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়াল ও আলাভেস এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না রামোস।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে রামোসের ডানপায়ের হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়ে জানিয়ে রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস টিমের করা পরীক্ষার পর জানা গেছে ডানপায়ের বাইসেপ ফেমোরিসের ইনজুরিতে পড়েছেন অধিনায়ক রামোস।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com