গাড়ি পোড়ানো মামলা: বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট
গাড়ি পোড়ানো (ষড়যন্ত্রমূলক) মামলায়, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, গয়েশ্বর রায়, ইশরাক হোসেনসহ শতাধিক নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, এ আদেশ দেন।
জামিনের মেয়াদ শেষ হলে, তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। ১২০ আসামি জামিন পেয়েছেন, ২০২১ সালের ৫ জানুয়ারি পর্যন্ত। এরআগে সকালে আগাম জামিন নিতে, হাইকোর্টে আসেন আসামিরা।
গত ১২ নভেম্বর ঢাকা ১৮ আসনের উপনির্বাচনের দিন, রাজধানীর বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। এর প্রেক্ষিতে রাজধানীর ৭টি থানায় ১৬টি মামলা হয়। যাতে আসামি করা হয়, বিএনপির ৬ শতাধিক নেতাকর্মীকে। গ্রেপ্তার করা হয়, ৪৭ জনকে।