ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হোপ
ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেলেন শাই হোপ। বর্তমান সময়ে ক্যারিবীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হোপ।
২০১৬ সালের নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে হারারে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর নজির স্থাপন করে যাচ্ছেন হোপ। জাতীয় দলের তারকা এ ব্যাটসম্যান ধারাবাহিক রান করে ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন।
ওয়ানডে ক্রিকেটে উইন্ডিজের হয়ে ১৮৭ ম্যাচ খেলে ৪৭ গড়ে ৬ হাজার ৭২১ রান করেন ভিভ রিচার্ডস। ৫০ ওভারের ম্যাচে ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে এতদিন সবচেয়ে ভালো অ্যাভারেজ ছিল ভিভ রিচার্ডসের। তার সেই রেকর্ড ভেঙে দিলেন ২৫ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান শাই হোপ।
জাতীয় দলের এ তারকা ব্যাটসম্যান ৬৮ ম্যাচে ৪৯.১১ গড়ে ৬টি সেঞ্চুরির সাহায্যে ২ হাজার ৬৫২ রান সংগ্রহ করেছেন।
গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলে দলকে জয় উপহার দেন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার ব্যাট হাতে ৪৩ রান সংগ্রহ করেন হোপ।