ব্রিকস সম্মেলন: ফের একই মঞ্চে মোদি-জিনপিং

0

আজ ১২তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নিতে চলেছেন৷ ১২তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন রাশিয়ান প্রেসিডেন্ট৷ বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিকস সম্মেলনে আবারো একমঞ্চে সমবেত হচ্ছেন। পাঁচ জাতির (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও দক্ষিণ আফ্রিকা) এই ১২তম সম্মেলনে সভাপত্তিত্ব করবেন মোদি৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রসংঘের ৭৫ বছর পূর্তির পটভূমি এবং করোনা মহামারির মধ্যে। 

সম্মেলনে কোভিড-১৯ মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের উপর জোর দেয়া হবে। আলোচনা হবে, বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উদ্ভাবনী বৃদ্ধি নিয়ে।একই সঙ্গে সন্ত্রাসবাদ প্রতিরোধে নিজেদের মধ্যে বোঝাপড়া, ব্যবসা, স্বাস্থ্য, শক্তি এবং মানবসম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা হবে৷

ব্রিকস সম্মেলনের পর ২১ ও ২২ নভেম্বর গ্রুপ অফ ২০ বা জি-২০-এর বৈঠক রয়েছে৷ যেখানে বিশ্বের ২০টি তাবড় দেশ সদস্য হিসেবে রয়েছে৷ যেখানে ভারত ও চীন এর সদস্য৷ 

এই বৈঠকগুলোর সময় ভারত ও চীনের দুই প্রধান দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ হয়ত পাবেন না৷ তবে, একই সম্মেলনে একই সময়ে দুই জনের উপস্থিতি কিছু সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল৷

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com