সাকিবের জন্য অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দরজা বন্ধ

0

বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে পারবেন না সাকিব আল হাসান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে সাকিবের জন্য দরজা বন্ধ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাকিবের ওপর বছরব্যাপী নিষেধাজ্ঞা অক্টোবরে শেষ হয়েছে। দুর্নীতি বিষয়ে আইসিসির নিয়মবিরুদ্ধ আচরণ করায় তার ওপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

জানা গেছে, ৩৩ বছর বয়সী সাকিব বিবিএলে নিজের নাম রেখেছিলেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে অংশ নিতে দেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ ডিসেম্বর এ টুর্নামেন্ট শুরু হচ্ছে।

সাকিব এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সবার অনুভূতি জানা সহজ নয়। তারা আমাকে সন্দেহ করতে পারে কিংবা বিশ্বাস করে না। আমিও সেটা অস্বীকার করছি না।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com