​নেশন্স লিগে শীর্ষে ইতালি

0

নেশন্স লিগে পোল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

নিজেদের মাঠে রবিবার ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইতালি। প্রথমার্ধে জর্জিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান দোমেনিকো বেরার্দি।

টুর্নামেন্টে গত মাসে পোল্যান্ডের মাঠে গোলশূন্য ড্রয়ের পর নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছিল চারবারের বিশ্বকাপ জয়ীরা।

ম্যাচে ২৬তম মিনিটে এক সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন জর্জিনিয়ো। ডি-বক্সে আন্দ্রেয়া বেলোত্তি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

বিরতির পর নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেরার্দি। ইনসিনিয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো ইতালি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।

৫ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ইতালির পয়েন্ট ৯। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে পোল্যান্ড। বসনিয়ার ২ পয়েন্ট। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com