লিবিয়ায় ২০২১ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন

0

লিবিয়ার বিবদমান রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিরা আগামী বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছেন।

শুক্রবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে লিবিয়ায় ইউএন সাপোর্ট প্রধান স্টিফানি উইলিয়ামস এ কথা জানান।

তিনি বলেন, আন্ত:লিবীয় রাজনৈতিক সংলাপ প্ল্যাটফর্মসহ লিবিয়িান পলিটিক্যাল ডায়ালগ ফোরামে ৭৫ জন প্রতিনিধি এ চুক্তিতে পৌঁছান।

সিনহুয়া জানায়, লিবিয়ার দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে একটি রাজনৈতিক রোডম্যাপ বিষয়ে আলোচনার লক্ষ্য নিয়ে ২৩ অক্টোবর জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় দেশটির বিভিন্ন দল একটি স্থায়ী অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেন। এর পরপরই জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এ ফোরাম গঠন করা হয়।

স্টিফানি জানান, ছয় দিনের এ ফোরামের প্রতিনিধিরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি ধাপের জন্য একটি রোডম্যাপ বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন।

এই কর্মকর্তা লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধিরও দায়িত্ব পালন করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com