আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে ‘আগস্টেই হত্যা করেছে ইসরায়েল’

0

আল-কায়েদার সেকেন্ড-ইন-কমান্ডকে গত আগস্টে ইসরায়েলি চররা ইরানে হত্যা করেছে বলে গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটি শুক্রবার তাদের প্রতিবেদনে জানায়, আবু মোহাম্মদ আল মাসরি নামে পরিচিত আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহকে গত ৭ আগস্ট তেহরানের রাস্তায় মোটরসাইকেল আরোহী দুই ইসরায়েলি চর গুলি করে হত্যা করে।    

১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় যুক্তরাষ্ট্রের দুটি দূতাবাসে বোমা হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ বলা হয় মাসরিকে। আয়মান আল জাওয়াহিরির পর তিনিই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠীটির পরবর্তী শীর্ষ নেতা হবেন বলে ধারণা করা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েলি চররা তাকে হত্যা করেছে বলে অনুমান করা হলেও হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ঠিক কী ধরনের ভূমিকা ছিল তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গণমাধ্যমে এমন খবর আসলেও ইসরায়েল বা অন্য কোনো দেশের সরকার এখন পর্যন্ত মিসরীয়-বংশোদ্ভূত এ জঙ্গিনেতাকে হত্যার দায় স্বীকার করেনি। আল-কায়েদাও মুখ খোলেনি।

ইরান শনিবার এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে বলেছে, তাদের মাটিতে আল-কায়েদার কোনো ‘সন্ত্রাসী’ ছিল না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com