ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব গ্রেপ্তার
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করে ইবি থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ।
তিনি জানান, গত ২রা নভেম্বর রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন তিনি। গতকাল শুক্রবার রাকিব কুষ্টিয়া শহরের অবস্থান করছেন এমন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্প্রতি নিয়োগ বাণিজ্যসহ বেশ কিছু অভিযোগে ব্যাপক আলোচনায় আসেন রাকিব।
এমন অভিযোগে বহিস্কার দাবিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে কয়েক দফা ধাওয়াও খান তিনি।