ইউবিসফট কার্যালয়ে ‘জিম্মি নাটক’ সাজিয়ে পুলিশকে ধোঁকা

0

কানাডার মনট্রিলে অবস্থিত ফরাসি মালিকানাধীন ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট কার্যালয় থেকে জরুরি ফোন পেয়ে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েনের পর সেখানে কিছু পাওয়া যায়নি। পুলিশ এখন বলছে, কারা এভাবে ফোর্স ডাকল, সেটি তদন্ত করা হবে।

স্থানীয় পুলিশ বিভাগের টুইটারে বলা হয়েছে, ‘কোনো হুমকি সেখানে শনাক্ত করা যায়নি। আমরা ভবনটি খালি করছি।’

‘পুলিশের গুরুত্বপূর্ণ ফোর্স মোতায়েন করতে কল কোথা থেকে এসেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’

স্থানীয় একটি টিভি চ্যানেলে নিজস্ব সূত্রের বরাত দিয়ে পুরো ঘটনাটিকে ‘ধাপ্পাবাজি’ বলা হয়েছে।

শুক্রবার কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমে হঠাৎ জিম্মির বিষয়টি ফলাও আকারে প্রচারিত হতে থাকে। খবরে বলা হয়, অনেক কর্মী ভবনের ছাদ থেকে অন্যত্র সরে গেছে। পুলিশ আসছে।

ওই প্রতিষ্ঠানে চার হাজার কর্মী থাকলেও করোনা পরিস্থিতিতে বেশিরভাগই বাসায় থেকে কাজ করছিলেন।

ইউবিসফট বিশ্বজুড়ে অনেকগুলো জনপ্রিয় ভিডিও গেম নির্মাণ করেছে। মন্ট্রিলে তাদের প্রধান কার্যালয় অবস্থিত।

প্রাথমিকভাবে বলা হয়, দুর্বৃত্তরা অর্থ দাবি করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com