অবশেষে বাইডেনকে চীনের অভিনন্দন

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন।  যদিও বিশ্বের অধিকাংশ দেশের নেতারা বাইডেনকে অভিনন্দন জানালেও নিরম ভুমিকায় থাকেন চীন।  

শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন নাগরিকদের রায়কে আমরা শ্রদ্ধা জানাই।  বাইডেন এবং হ্যারিসকে অভিনন্দন।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বেইজিং এবং ওয়াশিংটনের পাশাপাশি সারাবিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।  সাম্প্রতিক সময়ে বাণিজ্য যুদ্ধ এবং করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

রাশিয়া এখনও বাইডেন প্রশাসনকে অভিনন্দন জানায়নি।

গত ৩ নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়।  চারদিন পর শনিবার (০৭ নভেম্বর) বাইডেনকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে মার্কিন গণমাধ্যম।  মাঝখানে প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলও টুইটারে, টেলিগ্রামে কিংবা ফোনকল- কোনো মাধ্যমেই বাইডেনকে অভিনন্দন জানায়নি মস্কো। 

চার বছর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যে সব বিশ্বনেতা তাকে প্রথম দিকে অভিনন্দন জানিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com