বিকেলে ইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

0

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বুধবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় চার সদস্যের বিএনপি প্রতিনিধি দল ইসির সঙ্গে এ বৈঠক করবেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ঢাকা -১৮ আসন উপনির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক ও সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ঢাকা -১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম এবং ঢাকা -১৮ সংসদীয় আসনে বিএনপি ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস.এম.জাহাঙ্গীর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.