‘তুমি খাইছো?’ খেলার মাঠ থেকেই গ্যালারিতে সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার খোঁজ নিচ্ছিলেন কোহলি

0

‘তুমি খাইছো?’ খেলার মাঠ থেকেই গ্যালারিতে থাকা সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার খোঁজ নিচ্ছিলেন বিরাট কোহলি। ইশারায় দুজনের মধ্যে চলা সেই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্ত্রী আনুশকার প্রতি কতটা যত্নশীল কোহলি, সেটাই যেন ফুটে উঠেছে ভিডিও-তে।

আইপিএলে খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে কোহলি। শুরু থেকেই সেখানে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আনুশকা।

আইপিএল শুরুর আগেই ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন, নতুন বছরের শুরুতেই পরিবারে আসছে নতুন সদস্য। 

বেঙ্গালুরুর সব ম্যাচেই গ্যালারিতে থাকছেন আনুশকা। রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ শুরুর আগে মাঠ থেকেই আনুশকা খারাব খেয়েছেন কিনা জানতে চান কোহলি। থামস আপ দেখিয়ে আনুশকাও সাড়া দেন। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com