ট্রাভেল পারমিট পাবেন খোকার পরিবার

0

নিউইয়র্কে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ও তার স্ত্রী চাইলে ট্রাভেল পারমিটে দেশে ফিরতে পারবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল দুপুরে এক বার্তায় জানান, নিউইয়র্কে সাদেক  হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে বাংলাদেশ মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট  নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা। প্রতিমিন্ত্রী বলেন, আমি আমাদের নিউইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সাদেক হোসেন খোকা ও তার স্ত্রীর নামে মামলা আছে এবং  গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই)। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে যা  জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। কিন্তু এর মধ্যে  খোকা ও তার স্ত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেও তাদের সেই আবেদনে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com