জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার ৯৭৫, হত্যা ৪৩
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’র জরিপে দেখা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার ৯৭৫, হত্যা ৪৩ ও আত্মহত্যা ১২ জন, ধষর্ণচেষ্টা করার ঘটনা ২০৪টি,
এপ্রিল মাসেই দেশের ৬৪ জেলার মধ্যে ২৭ জেলায় ৪ হাজার ২৪৯ নারী এবং ৮৬ শিশু পারিবারিক সহিংসতার শিকার হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৬৭২ নারী ও ৪২৪ শিশু লকডাউনের সময় জীবনে প্রথমবারের মতো পারিবারিক সহিংসতার মুখোমুখি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সুজনের গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরেন বক্তারা