ধর্ষণ বিরোধী মিছিল করায় তিন শিবির কর্মী গ্রেফতার
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করায় চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
জানা যায়, ধর্ষণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করছে ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তার ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরের বিক্ষোভ করে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা। মিছিল শেষে বাড়ি ফেরার পথে দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতের আধারে বাড়ি থেকে আরও এক নেতাকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে থেকে দু’জনকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্ততে আরকেজনকে বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়।