‘ভারতের মাটিতে জয়ের এটাই সেরা সুযোগ বাংলাদেশের’
ভারতকে তাদের মাটিতে হারানোর এটাই সেরা সুযোগ বাংলাদেশের জন্য—এমনটাই মনে করছেন ভিভিএস লক্ষ্মণ। সাকিব-তামিম না থাকলেও বাংলাদেশ শক্তিশালি দল নিয়েই ভারতে এসেছে বলে মনে করেন তিনি। তবে লক্ষ্মণ মনে করেন, টি-টোয়েন্টি সিরিজ ভারতই জিতবে
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। তারপর অল্প সময়ের মধ্যে অনেক দূর জল গড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। পারিবারিক কারণে ভারত সফরে যাননি তামিম ইকবাল। নিশ্চিতভাবেই শক্তি কমেছে বাংলাদেশের। কিন্তু ভিভিএস লক্ষ্মণ মনে করেন, টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতে ভারতকে হারানোর এটাই সেরা সুযোগ বাংলাদেশের।
টি-টোয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। পরশু দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। স্বাভাবিকভাবেই এ সিরিজে ভারত ফেবারিট। লক্ষ্মণ তা মানলেও ছোট করে দেখছেন না বাংলাদেশকেও। ভারতের সাবেক এ ব্যাটসম্যান এখন স্টার স্পোর্টসের ক্রিকেট বিশ্লেষক। টিভি চ্যানেলটির ‘গেম প্ল্যান’ অনুষ্ঠানে লক্ষ্মণ বলেন, ‘স্বাগতিকদের জন্য এ সিরিজটা কঠিন হবে, কারণ বাংলাদেশ শক্তিশালি দল নিয়েই এসেছে। গভীর ব্যাটিং লাইনআপ থাকায় ভারতকে তাদের মাটিতে হারানোর এটাই সেরা সুযোগ বাংলাদেশের।’
তামিম-সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের অভাব ভালোই টের পাবে বাংলাদেশ। ব্যাটিংয়ে মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেনদের ওপর ভরসা রাখতে হচ্ছে নির্বাচকদের। এ ছাড়াও আছেন আফিফ হোসেন, নাঈম শেখদের তরুণ। বাংলাদেশ দলের বোলিং বিভাগে স্পিনারদের তুলনায় পেসারদের তুলনামূলক অনভিজ্ঞ বলেই মনে করছেন লক্ষ্মণ। চাপটা তাই মোস্তাফিজুর রহমানকে নিতে হবেই বলে মনে করেন তিনি, ‘তাদের বোলিং বিভাগে মোস্তাফিজুর রহমানের ওপর চাপ থাকবে। কারণ স্পিনারদের তুলনায় পেসাররা অনভিজ্ঞ।’
টি-টোয়েন্টি স্কোয়াডে চার পেসার নিয়েছে বাংলাদেশ—মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার ও আল আমিন হোসেন। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আমিনুল ইসলাম বিপ্লব। ভারতের বোলিং বিভাগের চাবিকাঠিও স্পিনারদের হাতে বলে মনে করেন লক্ষ্মণ। কন্ডিশন স্পিনবান্ধব এবং পেস বিভাগে যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও হার্দিক পাণ্ডিয়া নেই বলেই এমন মনে করছেন তিনি, ‘বোলিং বিভাগে অভিজ্ঞতার ঘাটতি আছে। স্পিনারদের ভালো করতে হবে। আশা করি যুজবেন্দ্র চাহাল তিন ম্যাচেই খেলবে।’
৪৪ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান মনে করেন, টি-টোয়েন্টি সিরিজ জিতবে ভারতই। আর সেটি হবে স্বাগতিকদের শক্তিশালি ব্যাটিং লাইনআপের জন্য। তবে বাংলাদেশ একটি ম্যাচ জিতবে বলেও মনে করেন লক্ষ্মণ, ‘আমার মনে হয় ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতবে। ব্যাটিং শক্তির কারণেই সিরিজ জিতবে ভারত।’