বাংলাদেশকে হারিয়ে এমপিদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

0

স্পোর্টস ডেস্ক: ইন্টার-পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দলের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল।

শুক্রবার (১২ জুলাই) লন্ডনের কেন্টে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট হাতে নেমে ১১.৪ ওভারে মাত্র ১ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে খেলা বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তিন দলকেই হারায় বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল।

বাংলাদেশের সংসদীয় ক্রিকেট দলের সদস্যরা হলেন- অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি), নুরুন্নবী চৌধুরী শাওন, নাহিম রাজ্জাক, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি, আনোয়ারুল আজীম আনার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com