কঙ্গনার সরকারি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূল নেত্রীর

0

কঙ্গনা রনৌতকে নিয়ে শুধু বিনোদন অঙ্গনই নয়, সরগরম ভারতের রাজনৈতিক মহলও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেবে বলেই স্থির করেছে। তা নিয়েই উঠেছে বিরোধিতার সুর।

কেন একজন বলিউড অভিনেত্রীকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে— এ প্রশ্ন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্রর।

মহুয়া টুইটারে লেখেন, “ভারতে এক লাখ মানুষের ক্ষেত্রে পুলিশ সংখ্যার অনুপাত ১৩৮ জন। তা সত্ত্বেও একজন বলিউড অভিনেত্রী কেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কি নিরাপত্তাকর্মীদের সঠিক ব্যবহার করা হলো?”

এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও। তবে এ সব বিষয়ে কান দিতে নারাজ কঙ্গনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘ফ্যাসিস্টরা যে দেশপ্রেমিকদের কণ্ঠরোধ করতে পারবে না, সেটা আবার প্রমাণিত হলো। অমিত শাহর প্রতি আমি কৃতজ্ঞ। তিনি একজন ভারতকন্যাকে সম্মান দিয়েছেন, তার আত্মসম্মান এবং গর্ব রক্ষা করেছেন। তিনি চাইলে কিছুদিন পরও আমাকে মুম্বাই যাওয়ার কথা বলতে পারেন।”

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন কঙ্গনা। তার দাবি, অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে গাফিলতি করছে স্থানীয় পুলিশ। এই প্রেক্ষিতে বলতে গিয়েই দাবি করেন, তিনি যেন মুম্বাই না ফিরতে পারেন, সেই মর্মে হুমকি পাচ্ছেন। মানালিতে তার বাড়ির পেছনে গুলির শব্দ শোনা যায়। সেখানেও তার নিরাপত্তা বাড়ানো হয়।

অভিনেত্রী মন্তব্য করেন, তিনি বলিউড মাফিয়াদের থেকে মুম্বাই পুলিশকে বেশি ভয় পান। আবার এই নিয়ে বিতর্ক চলার পরে কঙ্গনা মুম্বাইকে ‘পাক অধিকৃত কাশ্মীর’-এর সঙ্গেও তুলনা করেন। তাতেই আগুনে ঘি পড়ে। অভিনেত্রীকে পালটা আক্রমণ শুরু করেন শিবসেনা নেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com