যৌন নিপীড়ন বন্ধে পৃথক আইন তৈরির দাবি মহিলা পরিষদের
যৌন নিপীড়ন ও উত্ত্যক্ত বন্ধে হাইকোর্ট বিভাগের রায় বাস্তবায়ন এবং রায়ের আলোকে পৃথক আইন তৈরির বিষয়ে পদক্ষেপ নেওয়াও জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানায়।
একইসঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে সব সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করে সংগঠনটি।
বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নওগাঁ শহরের খাস-নওগাঁ মহল্লায় বখাটেদের মারধর ও শ্লীলতাহানী সইতে না পেরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ। সেই সঙ্গে নির্যাতনের শিকার স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণেরও জন্যও প্রশাসনকে অনুরোধ করা হয়।