মোবাইল ক্যামেরায় নির্মিত চলচ্চিত্র ‘থ্রি’ (ট্রেইলার)
করোনাকালে তরুণ নির্মাতা আহমেদ জিহাদ নির্মাণ করলেন ওয়েব ফিল্ম ‘থ্রি’। পুরো চলচ্চিত্রটি নির্মিত হয়েছে মোবাইল ক্যামেরায়। জিহাদ জানান, ‘থ্রি’-য়ের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই।
লকডাউনের সময় কলকাতায় আটকে পড়া তিন তরুণকে নিয়ে এর গল্প। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, ইমতু রাতিশ ও তন্ময়। বাংলাদেশ থেকে বসে ভার্চুয়ালি ছবিটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। তিন অভিনেতা নিজে ক্যামেরা চালিয়েছেন।
জিহাদ বলেন, ‘লকডাউনের সময় আমার অভিনেতাদের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলি। তার সবাই রাজি হয়ে যায়। জিরো বাজেটের ছবি। কেউ কোন পারিশ্রমিক নেননি। আসলে আমরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। চেয়েছি জিরো বাজেটেও ছবি নির্মাণ সম্ভব তা দেখিয়ে দিতে।’
ওয়েব ফিল্ম ‘থ্রি’য়ের একটি দুই মিনিট দৈর্ঘ্য ট্রেলার উন্মুক্ত করা হয়েছে এস লেবেল নামক ইউটিউব চ্যানেল থেকে। পুরো ছবিও দেখা যাবে চ্যানেলটিতে।
এদিকে আহমেদ জিহাদ ‘বিচ্ছু’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি বানাচ্ছিলেন। করোনার কারণে সেটি আপাতত বন্ধ রয়েছে। করোনা শেষ হলে আবার শুটিং শুরু হবে।