পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তার বদলি
বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি/পদায়ন করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- বাংলাদেশ পুলিশে একাডেমি সারদা, রাজশাহীর উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহেল বাকীকে উপ-পুলিশ মহাপরিদর্শক সিআইডি, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে উপ-পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে উপ-পুলিশ মহাপরিদর্শক সিআইডি, ঢাকা ও সিএমপির পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানকে উপ-পুলিশ মহাপরিদর্শক শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।
এছাড়া পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মো. আনোয়ার হোসেনকে উপ-পুলিশ মহাপরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ, সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে অতিরিক্ত মহাপরিচালক র্যাব এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।