চীনের সঙ্গে গোপন সম্পর্ক, নাসা’র গবেষক আটক

0

চীনের সঙ্গে গোপন সম্পর্ক ও অর্থ নেওয়ার অভিযোগে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির (তামু) প্রফেসর আটক হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত ২৪ আগস্ট জানায়। মহাকাশ গবেষণা সংস্থা নাসা’য় গবেষক হিসেবে কাজ করার সময় চীনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

৫৩ বছর বয়সী ছেং ঝেংডং বহু বছর ধরে তামু ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। চীনের বিশ্ববিদ্যালয়, চীনের কোম্পানি ও চীনের রাষ্ট্রীয় পরিকল্পনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছেং ঝেংডং নাসা’য় গবেষণার সময় চীনের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি গোপন করেছিলেন। অথচ নাসায় কাজ করার সময় চীনকে সহযোগিতা না করার ব্যাপারে তিনি ছিলেন চুক্তিবদ্ধ।

আইনজীবী আরো দাবি করেন, নাসা’য় কাজ করে তিনি স্পেস স্টেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যান। যা কাজে লাগিয়ে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে মর্যাদাপূর্ণ আসনে পৌঁছান তিনি। দ্য ইপস টাইমস।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com