ইসরাইল-সৌদির সম্পর্ক স্থাপন সময়ের ব্যাপার: ট্রাম্পের ইহুদী জামাতা

0

সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মুখিয়ে আছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও তার ইহুদী জামাতা জেরাড কুশনার। তবে এমনটা ‘কবে’ ঘটবে তা জানাননি তিনি।

নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, বহু দেশ আমিরাত-ইসরাইলের চুক্তির দিকে গভীরভাবে নজর রাখছে। এটা কীভাবে মানুষজন নেয়, তা দেখছে তারা। এই অঞ্চলের তরুণরা এই সম্পর্কের বিষয়ে খুবই উত্তেজিত। কিন্তু বয়োজ্যেষ্ঠদের মধ্যে কিছু সদস্য এখনও নস্টালজিয়ায় ভুগছেন এবং কোনও ঝুঁকি নিতে চান না।

তিনি দাবি করে বলছেন, তবে বাস্তবতা হচ্ছে এদের মধ্যে অধিকাংশ দেশই তাদের অর্থনীতি এগিয়ে নিতে চায়। তারা বুঝতে পেরেছে নিজেদের এটা বঞ্চিত করলে তারা ইরানের খেলায় তারা জড়িয়ে যাবে, যেখানে তাদের ইচ্ছা একটি ভঙ্গুর এবং গোলযোগপূর্ণ মধ্যপ্রাচ্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com