সাম্প্রদায়িক দাঙ্গায় ‌মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে দিল্লি পুলিশ: অ্যামনেস্টি

0

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চলতি বছরের ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারি ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় ‌‘মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে’ দিল্লির পুলিশ। 
 দিল্লির দাঙ্গার ছয় মাস পর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, দিল্লি পুলিশ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদকারীদের ওপর নির্যাতন চালিয়েছে। অ্যামনেস্টি আরো বলছে, দিল্লিতে দাঙ্গা চলাকালে ৫০ জনের বেশি নিহত হয়েছে, যাদের বেশিরভাগ মুসলিম। এর পাশাপাশি পাঁচ শতাধিক আহত এবং বহু বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া অনেক মানুষকে আটকের পর কারা হেফাজতে নির্যাতন করা হয়েছে, যা দিল্লির কয়েক দশকের শান্তিময় ইতিহাসকে নির্মমভাবে পদদলিত করেছে।

অ্যামনেস্টির তদন্ত প্রতিবেদন বলছে, গত ফেব্রুয়ারির সেই সপ্তাহজুড়ে চলা সহিংসতায় রাজনীতিকরা যেমন ঘৃণা ছড়িয়েছেন, ঠিক তেমনি পুলিশও ভারতীয় আইন ভঙ্গ করেছে।

অ্যামনেস্টির প্রতিবেদনের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রশাসন বা দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ বরাবরই বলে আসছে, তারা দাঙ্গার সময় কোনো ভুল কাজ করেনি। এ ছাড়া গত ছয় মাসেও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের তদন্ত করেনি পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com