মমতার বাড়ির সামনে গুলিবিদ্ধ পুলিশ

0

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দীনেশ কর্মকার নামে এক নিরাপত্তারক্ষী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের কিয়স্কে বুধবার রাতে ডিউটিতে ছিলেন। সকালে তার ডিউটি বদলের সময় আচমকাই গুলির শব্দ শোনা যায়।

সেখানে কর্তব্যরত অন্যরা গিয়ে দেখেন, দীনেশ মাটিতে রক্তাক্ত পড়ে। তাকে সঙ্গে সঙ্গে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রোপচার করে দীনেশ কর্মকারের শরীর থেকে গুলি বের করা হলেও তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

কীভাবে গুলি চলল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সকালে ডিউটি বদলের সময়ে অসতর্কতাবশত গুলি চলতে পারে। অথবা তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।

নিয়ম অনুযায়ী, শিফট শেষে বন্দুক থেকে ম্যাগাজিন খুলে তবেই তা সহকর্মী অর্থাৎ যিনি নতুন ডিউটিতে যোগ দিচ্ছেন, তাকে হস্তান্তর করতে হয়। এদিন সকালে সেই ম্যাগাজিন খুলতে গিয়েই দীনেশ কর্মকার অসতর্কতাবশত নিজেই গুলিবিদ্ধ হয়েছেন কি না, সেটি জানার চেষ্টা করছে পুলিশ।

ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুরু হয়েছে তদন্ত। অন্য পুলিশদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com