বৃষ্টি থাকতে পারে আরও দুই দিন
রাজধানীসহ সারাদেশে আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলেও রবিবার থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাদে বৃষ্টির প্রবণতা কমে আসবে। সেই সাথে বাড়বে কিছুটা তাপমাত্রা।
শুক্রবার সকালে আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস এ তথ্য জানান। তিনি বলেন, গত দুইদিন ধরে হালকা বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে এসেছে। এটা শীতের পূর্বাভাস নয়। বৃষ্টি আজ শুক্রবার ও শনিবার অব্যাহত থাকবে তবে রবিবার থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাদে বৃষ্টির প্রবণতা কমে আসবে। ফলে ওই সব অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। এতে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টা ঢাকায় ৮ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টাঙ্গাইলে সর্বোচ্চ ৪০ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপবিবর্তিত থাকতে পারে ।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের অদূরে অন্ধ্র প্রদেশে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে আবস্থান করছে।