পুলিশ কাকে মারবেনা আর?
ড. আসিফ নজরুল
আইএসপিআর-্এর প্রেস রিলিজে জানানো হলো যে পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে ক্রসফায়ারের বা গুলি করে হত্যার ঘটনা আর ঘটবে না। এরমানে কি অনেকের মতে আমিও জানতে চাচ্ছি। এরমানে কি এটা যে পুলিশ গুলিতে আর কোন সশস্রবাহিনীর সদস্যের হত্যাকান্ডের ঘটনা ঘটবে না? নাকি এর মানে হচ্ছে পুলিশের গুলিতে কোন মানুষেরই হত্যাকান্ড আর ঘটবে না?
আরেকটা কথা। এই প্র্রতিশ্রতি দেয়ার মাধ্যমে পুলিশ কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে যে ক্রসফায়ারের ঘটনা তারা ইচ্ছে করে বা বেপরোয়াভাবে ঘটায়। কারণ তা না হলে তারা এগুলো আর ঘটবে না এমন নিশ্চয়তা দেয় কিভাবে?
তবু আমি খুশী যে পুলিশ সেনাবাহিনীর কাছে এ নিশ্চয়তা দিয়েছে। আরো খুশী হবো যদি সর্বেোচ্চ আদালত পুলিশকে জবাবদিহীতার মধ্যে আনতে পারে। যদি মেজর (অব:) সিনহা হত্যার মতো পুলিশের গুলিতে অন্য সকল মৃত্যুর বিচার হয় দেশে।