সন্ত্রাসী গোষ্ঠী তোন্দারকে সহযোগিতার দায় আমেরিকাকে নিতে হবে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকায় বসে যেসব সন্ত্রাসী গোষ্ঠী ইরানের অভ্যন্তরে হামলা চালানোর পরিকল্পনা ও তা বাস্তবায়ন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়ার দায় মার্কিন সরকারকে নিতে হবে।
তিনি শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আমেরিকা-ভিত্তিক ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী তোন্দারের প্রধান জামশিদ শরমাহ্দকে আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করে এ মন্তব্য করেন।
এই সন্ত্রাসী চক্রের হোতাকে আটক করায় মুসাভি ইরানের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মার্কিন সরকার এমন সময় নিজেকে ইরানি জনগণের প্রতি সহানুভূতিশীল হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যখন সন্ত্রাসী হামলা চালিয়ে এই দেশের জনগণের চিহ্নিত হত্যকারী গোষ্ঠীগুলোকে সব রকম আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার এই চরম দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, তোন্দারসহ আমেরিকার মাটিতে বসে ইরানে সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতা চালানো প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর সব অপরাধের দায় ওয়াশিংটনকে নিতে হবে।
এর আগে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার শেষ বেলায় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা-ভিত্তিক ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘তোন্দার’-এর প্রধান জামশিদ শরমাহ্দকে আটক করেছে তেহরান।