ভারতীয় দূতাবাসের ‘নিখোঁজ’ ২ কর্মীকে গ্রেফতার করল পাকিস্তান

0

পাকিস্তানের রাজধানী ইসলামাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গাড়িচাপা দিয়ে পথচারীদের আহত করার দায়ে তাদের আটক দেখানো হয়।

স্থানীয় পুলিশের বরাতে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিয়ো নিউজ উর্দুর খবরে বলা হয়, সোমবার সকালে ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মকর্তা সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় এক পথচারী আহত হয়।

এসময় ওই দুই কর্মকর্তা পালানোর চেষ্টা করলে পথচারীরা তাদের আটকে রাখে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি। সোমবার সকাল থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দেশটির তরফে জানানো হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার সকালে কিছু কাজের জন্য বেরিয়েছেন ওই দুই কর্মী। যথাসময়ে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে না পৌঁছালে উদ্বেগ তৈরি হয় হাই কমিশনে। কিছু সময় পর দূতাবাসের কর্মীরা পাকিস্তান ও ভারত উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনা সম্পর্কে অবহিত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com