রেড জোন, ইয়োলো জোন, গ্রীন জোন বলে সরকার পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনা পরিস্থিতি প্রতিদিন ভয়ানক হয়ে উঠছে। সরকারের সীমিত টেস্টের লুকোচুরি করা ফলাফলেও শনাক্তের ৯৮তম দিনে এসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
রোববার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করেন রিজভী।
তিনি বলেন, অপ্রিয় বাস্তবতা হলো, সরকার নিজেও পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না, পরিস্থিতি মোকাবেলার ব্যাপারে কারো পরামর্শ কিংবা সহায়তাও নিচ্ছে না। কেউ সুপরামর্শ দিলে বা সহযোগিতা করতে চাইলে তাদেরকে কটাক্ষ করা মজ্জাগত হয়ে গেছে ক্ষমতাসীন মন্ত্রী-নেতাদের।
রহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের জীবন নিয়ে সরকারের এ ধরনের হেয়ালিপূর্ণ আচরণ মেনে নেয়া যায় না। ঢাকায় কোন হাসপাতালেই আইসিইউ বেড খালি নেই, কোন কোন বেসরকারী হাসপাতালে করোনার ওয়ার্ড খুললেও আইসিইউ বেড ও চিকিৎসার জন্য গলাকাটা দাম নিচ্ছে।