প্রস্তাবিত বাজেট গণবিরোধী : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় জনগণের কাছে বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এ জন্য একটি গণবিরোধী বাজেট দিয়েছে।
খেলাফত মজলিস আয়োজিত প্রস্তাবিত বাজেট ২০২০-২১ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতির বক্তৃতায় খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সম্পূর্ণভাবে একটি অবাস্তব বাজেট। এ বাজেটের দ্বারা সাধারণ জনগণের কোনো কল্যাণ হবে না। এ বাজেটের দ্বারা মুষ্টিমেয় কিছু লোকের আখের গোছানের সুযোগ হতে পারে। এ রকম বিশাল ঘাটতি বাজেট দেশবাসী পূর্বে কখনো দেখেনি।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সরাসরি সম্প্রচারিত এ ভার্চুয়াল সভায় সংযুক্ত হয়ে আরো আলোচনা করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম প্রমুখ।