‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অধিকারকে বন্দুক দিয়ে বঞ্চিত করা যাবে না’

0

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অধিকারকে বন্দুক আর পুলিশ দিয়ে বঞ্চিত করা যাবে না মন্তব্য করে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, দুঃখের সঙ্গে বলতে হয়, যে সরকারি দল আছে, শাসন করছে, এই দলে তো আমরা সবাই ছিলাম। ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধু, তাজউদ্দীনের নেতৃত্বে। কিন্তু সেই দলের নাম নিয়ে যা হচ্ছে তাতে বঙ্গবন্ধু, তাজউদ্দীন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে।

বুয়েটের আবরার হত্যার প্রতিবাদে রবিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক সভা ও শোকর‌্যালির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সবার চাওয়া প্রধানমন্ত্রী যেন দেশ শাসন করা থেকে সরে দাঁড়ান। আমি সাক্ষী দেব তৃতীয়বার আপনাকে কেউ নির্বাচিত করে নাই। আপনি স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি দ্রুত সরে যান।

আবরারের হত্যাকারীদের পশু উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, এই বাংলার ছেলেরা মুক্তিযুদ্ধ করেছিল। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এরা সাহসী ছিল। এদের বানানো হচ্ছে পশু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com