প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, বাড়ি ভাংচুর
ঝিনাইদহের হরিশংকরপুরে প্রতিপক্ষের হামলায় আহত হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর ইসলামের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আসামি পক্ষের লোকজনের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। এ ভাংচুরে পাশের গ্রামের লোকজনও অংশ নেয়। ভাংচুরের পাশাপাশি লুটপাটও করা হয়। এ সময় পাশের পলানপুর গ্রামেও হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, খবর পাওয়ার পর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে আলাপ শেখের খুনের পর লুট হওয়া গরু বাছুর উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়েছে। আজকে লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফরিদুজ্জামানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে ফরিদ সমর্থক নিহত নুর ইসলাম ও আলাপ শেখসহ কয়েকজন দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাসুম চেয়ারম্যানের লোকজন হামলা চালায়। তারা কুপিয়ে আলাপ শেখ ও নুর ইসলামসহ আরও কয়েকজনকে আহত করে। আলাপ শেখ ওই দিনই মারা যান। নুর ইসলাম খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা যান।