ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আলোচনা ব্যর্থ হবে: হারাকাত হিজবুল্লাহ
ইরাকের হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ছাড়া বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যকার কোনো আলোচনা ফলপ্রসূ হবে না।
তিনি বলেন, যেকোন আলোচনার ফলাফল হতে হবে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার; তা নাহলে ওই আলোচনা বাতিল বলে গণ্য হবে। হারাকাত হিজবুল্লাহ নেতা নাসর আশ-শাম্মারি বলেন, “যে আলোচনায় ইরাকি জনগণের সিদ্ধান্তকে বিবেচনায় নেয়া হয় না, জাতীয় সংসদ এবং সরকারের উদ্বেগকে আমলে নেয়া হবে না এবং পুরো ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দ্রুত ব্যবস্থা হবে না- সে আলোচনা গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি যাই হোক না কেন সে আলোচনার ফলাফলকে হারাকাত হিজবুল্লাহ অনুমোদন দেবে না।”
বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে যে, মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও তা উপেক্ষা করে আরো দীর্ঘদিন আমেরিকার সেনারা ইরাকে অবস্থান করবে। এরপর হারাকাত হিজবুল্লাহর উপমহাসচিব শাম্মারি এ বক্তব্য দিলেন।