বন্দি বিনিময়ের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয় নি: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বন্দি বিনিময়ের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে তেহরান সরাসরি কোনো আলোচনা করে নি। বরং এ কাজে সুইজারল্যান্ড দূতাবাসকে ব্যবহার করা হয়েছে। ইরানে আমেরিকার স্বার্থ দেখাশুনা করে সুইস দূতাবাস।
গতরাতে দেয়া এক বিবৃতিতে আব্বাস মুসাভি সাম্প্রতিক বন্দী বিনিময়ের ব্যাপারে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা নিশ্চিত করে বলেন, মার্কিন কারাগার থেকে ইরানি বিজ্ঞানী ডক্টর মাজিদ তাহেরি মুক্তি পেয়েছেন। মিথ্যা অভিযোগে এক বছরের বেশি সময় ধরে তিনি মার্কিন কারাগারে আটক ছিলেন। সাইয়েদ আব্বাস মুসাভি মার্কিন কারাগারে আটক অন্যসব বন্দিকে মুক্তি দেয়ার আহ্বান জানান। তিনি মার্কিন কারাগারে আটক ইরানি নাগরিকদেরকে ‘পণবন্দি’ বলে মন্তব্য করেন।
বিজ্ঞানী তাহেরির দীর্ঘদিন ধরে আমেরিকার ফ্লোরিডাতে বসবাস করে আসছিলেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের মিথ্যা অজুহাতে তাকে আটক করা হয়। ইরানের এ বিজ্ঞানীকে মুক্তির বিনিময় তেহরানও একজন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে।