মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে বিক্ষোভ করল সিরিয়ার জনগণ
সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ’র উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় বেসামরিক জনগণ।
গতকাল (শুক্রবার) হাসাকা প্রদেশের দক্ষিণাঞ্চলীয় আল-সাদ্দাদাহ শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাশিয়ার বার্তা স্পুৎনিকের আরবি বিভাগ জানিয়েছে, আল-বাজদালি, আল-হারিরি এবং আল-হানা আশ-শারকিয়া এলাকার অধিবাসীরা বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা শাদ্দাদি এলাকায় প্রবেশের চেষ্টা করেন কিন্তু সেখানকার কুর্দি গেরিলারা তাদেরকে বাধা দেয়। এসডিএফ গেরিলারা স্থানীয় এক তরুণকে হত্যা এবং কয়েকজনকে আহত করার পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
বিক্ষোভকারীরা ওই এলাকা থেকে এসডিএফ গেরিলাদের প্রত্যাহার এবং সিরিয়ার সেনাদেরকে ফিরিয়ে আনার কথা বলেন।