অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে মারল ইউপি মেম্বারের ছেলে
নোয়াখালী সুবর্ণচরে জায়গাজমি সংক্রান্ত বি’ষয়কে কেন্দ্র করে তিন মাসের অন্তসত্ত্বা নারী ও তার স্বামীকে পি’টিয়ে আ’হত করার অ’ভিযোগ পাওয়া গেছে। এ সময় হা’মলাকারীরা বাড়ী ঘর ভাং’চুর করে এবং লু’টপাট চা’লায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চরজব্বার থানা পুলিশ।
ঘটনাটি ঘটে (২জুন) মঙ্গলবার সুবর্ণচর উপজে’লার চরক্লার্ক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে।
ভু’ক্তভোগী সুবর্ণচর উপজে’লার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মৃ’ত আব্দুল মান্নানের ছেলে ইসরাফিল (৩৮) ও তার স্ত্রী আকলিমা বেগম অ’ভিযোগ করে বলেন, ১ বছর আগে চর আমান উল্যাহ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আমিন উল্যাহ থেকে ৩ লক্ষ্য ২০ হাজার টাকা দিয়ে নোয়াপাড়া ১১৮৪ মৌজায় ৫০ শতাংশ জমি কিনেন। একই মৌজায় ৭৫ শতাংশ জমি কিনেন চরক্লার্ক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আসাদুল হক ওরফে আসাদ হক মেম্বার।
ভু’ক্তভোগী ইসরাফিল জমি কেনার ২ মাস পর জমি চাষ করতে গেলে আসাদল মেম্বার ও তার পুত্ররা ইসরাফিলকে মা’রধর করে পুরো একটি বছর একাধিকবার শালিস বিচার হওয়ার পরও আসাদ মেম্বার আইন অমান্য করে জমি দ’খল করে রাখে।২ জুন মঙ্গলবার সকালে ইসরাফিল তার জমি চাষ করতে গেলে আবারো অ’ভিযুক্তরা বাঁ’ধা দেন।
জমিতে যাওয়ার কথা শুনে চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের বর্তমানে ৭নং ওয়ার্ড মেম্বার আসাদল হকের পুত্র আব্দুল আলিম (৩২), বোরহান উদ্দিন (২৯), সাহাব উদ্দিন(৩৬) একই গ্রামের ফজলুল হকের পুত্র এসহাক প্রকাশ খোকন(৩৯), আব্দুল জলিলের পুত্র অলি উদ্দিন (৩০), রহমত উল্যার পুত্র সবুজ (২৫), ছানা উল্যার পুত্র ফারুকসহ অ’জ্ঞাত ২৫/৩০ জনের ভাড়াটিয়া লা’ঠিয়াল বাহিনী ২ জুন রাত সাড়ে ১১টায় ইসরাফিলের বাড়ীতে হা’মলা চা’লায় এবং ইসরাফিলকে মা’রধর করে ইসরাফিলকে বাঁচাতে তার অন্তসত্ত্বা স্ত্রী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পি’টিয়ে আ’হত করে। এ সময় উপরোক্ত অ’ভিযুক্তরা বাড়ি ঘর ভাং’চুর করে ঘরে লু’টপাট চা’লিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চরজব্বার থানা পুলিশ।আ’হতরা বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ভি’কটিম আকলিমা আক্তারের জানান, আব্দুল আলিম তাকে এলোপাতাড়ি পে’টানোর ফলে তার তিন মাসের অনাগত স’ন্তান ন’ষ্ট হয়ে যায়।
এলাকাবাসী জানান, আসাদল হক মেম্বার হবার পর থেকে তার ছেলেরা এলাকায় নানা অনিয়ম করে যাচ্ছে, বিদ্যুত দেয়ার নাম করে অ’সহায় পরিবারের কাছ থেকে টাকা আদায়, ছি’নতাই চাঁ’দাবাজিসহ রয়েছে একাধিক অ’ভিযোগ।
অ’ভিযুক্ত আব্দুল আলিমের কাছে ঘটনার বি’ষয়ে জানতে চাইলে তিনি এসব বি’ষয়ে কথা বলতে রাজি নয় বলে ফোন কে’টে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
জমি বিক্রেতা আমিন উল্যাহ বলেন, আমি ইসরাফিলকে জমি বুঝিয়ে দিয়েছি কিন্তু আসাদ মেম্বারের ছেলেরা অন্যায় ভাবে জমি দ’খলের জন্য বার বার ইসরাফিলকে মা’রধর করছে। এটা ইসরাফিলের ও’পর অন্যায় হচ্ছে, এখন আমার তো কিছু করার নেই।
এ বি’ষয়ে চরজব্বার থানার অফিসার ই’নচার্জ(ওসি) সাহেদ উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে, তবে এখনো ভু’ক্তভোগীরা লিখিত অ’ভিযোগ করেনি, অ’ভিযোগ করলে অবশ্যই আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।