মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পর্শে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে পুকুরে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজুর রহমান রিয়াজের (৪৫) মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি নাওপাড়া গ্রামের মহিউদ্দিন খানের ছেলে।
তার ছেলে তিথিল রহমান জানান, সকালে তার বাবা মোস্তাফিজুর রহমান নিজ বাড়ির পাশের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন।
একপর্যায়ে পুকুরের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সঙ্গে বড়শি জড়িয়ে পড়ে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলী জানান, বিদ্যুৎস্পর্শের পর স্থানীয়রা স্বেচ্ছাসেবক দল নেতাকে নিয়ে আসে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।