জীববৈচিত্র্য রক্ষায় একসাথে কাজের আহ্বান জাতিসঙ্ঘের

0

জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার আন্তর্জাতিক জৈববৈচিত্র্য দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘বর্তমান সংকট থেকে আরও ভালো অবস্থানে যেতে চাইলে, জীববৈচিত্র্য রক্ষার জন্য আসুন আমরা একসাথে কাজ করি যাতে আমরা আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি।’

জাতিসঙ্ঘ প্রধান বলেন, আন্তর্জাতিক জৈববৈচিত্র্য দিবসের জন্য এ বছরের বার্তাটি পরিষ্কার… ‘আমাদের সমাধানগুলো প্রকৃতিতে রয়েছে।’

তিনি বলেন, জলবায়ু বিপর্যয় প্রশমন, পানি ও খাদ্য সুরক্ষার নিশ্চয়তা দেয়ার এবং মহামারী প্রতিরোধের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়ী ব্যবস্থাপনা প্রয়োজন।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com