নাশকতার ১৪ মামলায় স্থায়ী জামিন পেলেন বিএনপি নেতা সালাম
নাশকতার ১৪ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। আজ বৃহস্পতিবার এসব মামলার শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল-সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও ৪ নেতা বহিষ্কারউপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার
এর আগে গত ২৯ এপ্রিল নাশকতার এসব মামলায় আবদুস সালাম উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। আজ মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক সব মামলায় তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।
সালামের আইনজীবী অ্যাড. তৌহিদুল ইসলাম তাহের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন থানার নাশকতার এসব মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন আবদুস সালাম। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে নাশকতার এই ১৪ মামলায় অস্থায়ী (অন্তর্বর্তীকালীন) জামিনের আবেদন মঞ্জুর করেন।