ভোলায় মহানবী (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে অ’শ্লীল ব্লগের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে আহত তৌহিদি জনতা
ভোলার মনপুরায় আবারো রাসূল সা.কে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট করেছে সনাতন ধর্মাবলম্বী শ্রীরাম চন্দ্র দাস (৩৫) নামে এক যুবক। এই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হামলায় ২জন গুলিবিদ্ধ হওয়াসহ আহত হয়েছেন অন্তত ৪ স্থানীয় তৌহিদী জনতা। তবে নবীজী সাঃকে অবমাননাকারী শ্রীরাম চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর ভোলার মনপুরায় এঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নে শ্রীরাম নামের এক হিন্দু যুবক মহানবী সা. ও আয়েশা রাযিয়াল্লাহু আনহাকে জড়িয়ে অশ্লীল ব্লগপোস্ট শেয়ার করে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে পরবর্তীতে নিজের টাইমলাইন থেকে তা সরিয়ে ফেলে শ্রীরাম। তবে তার পোস্টের স্ক্রীণশর্ট মনপুরায় ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
শ্রীরামের এই ধৃষ্টতায় শুক্রবার জুমআর পর বিক্ষোভ করেছে স্থানীয় মুসুল্লিরা। এসময় কে বা কারা মনপুরার চৌমুহনী বাজারের কটুক্তিকারী শ্রীরামের দুইটি দোকান ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
শ্রীরামের নবী অবমাননার বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার নামে তৌহিদী জনতার উপর লাঠিচার্জ ও গুলি ছুড়ে পুলিশ। এসময় ২জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া অন্তত ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, করিম (২৪) মোঃ ছাইফুল (৩৫) রাশেদ (১৯) জহিরুল (৩১)। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, কটূক্তিকারী যুবক পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ফেসবুকে মহানবী সা. ও আয়শা রা.কে জড়িয়ে কুটূক্তিমূলক পোস্ট দেয়ায় শ্রীরাম নামে এক যুবককে আটক করা হয়েছে।
ওসি মো. শাখাওয়াতের ভাষায়, ‘উত্তেজিত জনতা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করলে পুলিশ বাঁধা দেয়। তখন বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলার চেষ্ঠা করলে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে’।
এদিকে বিক্ষোভে পুলিশের অতর্কিত হামলা ও গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মনপুরার স্থানীয় ওলামায়ে কেরাম।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের অক্টোবরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। সে ঘটনায় কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে
মুসল্লিদের লক্ষ করে পুলিশের ছোড়া গুলি , টিয়ারসেলে দুই ছাত্রসহ চারজন শহিদ হন। আহত হন দুইশতাধিক। সে ঘটনায় পুরো দেশে বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এবং সে ঘটনায় পুলিশের গুলিতে চারজন নবিপ্রেমিক শহিদের ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজেও।