১০ লাখ টাকা নিয়ে বিদেশে না পাঠানোয় ছাত্রলীগ নেতাকে মারধর
বিদেশে লোক পাঠানোর নামে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুকে মারপিট করেছে পাওনাদাররা। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মুসলমানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে পাওনা পরিশোধের লিখিত আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয়া হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৫ সালে শরিফুল ইসলাম টিংকু ভুয়া কাগজপত্র দেখিয়ে নগরীর বয়রা এলাকার মো. রোকন, উজ্জল, হাসানসহ কয়েকজনকে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ১০ লাখ টাকা নেন। কিন্তু তাদেরকে বিদেশে না পাঠিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পাওনাদাররা। তবে ওই টাকা ফেরত দেননি টিংকু।
এদিকে আজ রোববার বিকেলে নগরীর মুসলমানপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে টিংকুকে আটক করে পাওনাদাররা। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে টিংকুকে মারধর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুল বলেন, হাতাহাতিতে টিংকুর কপাল ও হাতে আঘাত লেগেছে। পরে থানায় আনার পর সেখানে দু’পক্ষের উপস্থিতিতে পাওনা পরিশোধের লিখিত আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয়া হয়।