ফিলিস্তিন প্রসঙ্গে আমেরিকা ‘নির্লজ্জ’ আচরণ করছে: হামাসের মুখপাত্র

0

ইহুদিবাদী ইসরাইলের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থনকে ‘লজ্জাজনক’ ও ‘ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইসরাইলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যান গত বুধবার এক বক্তব্যে বলেন, এ পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনিদের যেসব ভূমি জবরদখল করেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার পুরোটাকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম শুক্রবার গাজা উপত্কায় এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনিদের ভূমি জবরদখলকে স্বীকৃতি দেয়ার ইচ্ছা প্রকাশ করে আমেরিকা লজ্জা-শরমের মাথা খেয়েছে।তিনি বলেন, ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীরা মিলে ফিলিস্তিনি জাতির ইতিহাস-ঐতিহ্য বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে চায়।

মাহমুদ আব্বাস

হামাসের মুখপাত্র বলেন, গোটা ফিলিস্তিনি ভূখণ্ড ইহুদিবাদীদের হাত থেকে মুক্ত করার জন্য ফিলিস্তিনি জাতি লড়াই চালিয়ে যাবে এবং তারা বায়তুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করবেই।

এর আগে বুধবারই মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখ্যান করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com