করোনা নিয়ে ‘ঘৃণার ভাইরাস’ ছড়ানো বন্ধ করুন: গুতেরেস
করোনাভাইরাস নিয়ে প্রতিনিয়ত বাড়তে থাকা জাতিবিদ্বেষ, ঘৃণা এবং মুসলিমবিরোধী প্রপাগান্ডা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের ওয়েবসাইটে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এতে গুতেরেস বলেন, এ মহামারী জাতিবিদ্বেষ, আতঙ্ক ও ঘৃণার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। করোনাভাইরাসের চেয়েও ভয়াবহ এই ঘৃণার ভাইরাস। খবর রয়টার্স ও বিবিসির।
বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশিবিরোধী মন্তব্য ছড়িয়ে পড়েছে, রাস্তায় রাস্তায় অভিবাসনবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং মুসলিমবিদ্বেষী হামলা বাড়ছে।
গুতেরেস বলেন, অভিবাসী ও শরণার্থীদের ‘ভাইরাসের উৎস’ বলে চিহ্নিত করে তাদের চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে।
তাছাড়া সংবাদিক, তথ্য ফাঁসকারী, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এসব বিদ্বেষমূলক বক্তব্যের অবসানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
তিনি আরও বলেন, আমাদের সবার উচিৎ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এ মহামারীর বিরুদ্ধে লড়া।