আরও ৫০০০ পরিবারকে খাবার দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

0

চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় আরও ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। 

আগামীকাল সোমবার (৪ মে) থেকে এ কর্মসূচি শুরু হবে। র‌বিবার গণস্বাস্থ্য ট্রাষ্টি থে‌কে এক বিবৃ‌তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

এর আগে করোনা মহামারিতে গত মাসের ২ এপ্রিল হতে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। 

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকারের উচিত অতি দরিদ্র ১ কোটি আর দরিদ্রসীমার নিচে বসবাসকারী ১ কোটিসহ মোট ২ কোটি পরিবারকে আগামী ৪ হতে ৬ মাসের জন্যে খাদ্য সহায়তা দেয়া। সরকারের গোডাউনে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে এখনও।’

তিনি বলেন, ‘সঠিকভাবে ত্রাণ ও খাদ্য বিতরণের জন্যে সেনাবাহিনীকে সার্বিক দায়িত্ব দেয়া উচিত। তা না হলে সব লুটপাট হয়ে যাবে। এতে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে।

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময়ের মত রাজনৈতিক দলসমূহ ও সমাজের বিত্তবানরা  ঐক্যবদ্ধভাবে দেশের করোনা মহামারির দুর্যোগপূর্ণ অবস্থায় সারা দেশে অসহায় জনগণের পাশে খাদ্য, চিকিৎসা সরঞ্জামসহ সকল রকমের মানবিক সহায়তা করার কার্যকরী ভূমিকা রাখতে এগিয়ে আসা অতীব জরুরি।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রতি পরিবারের খাদ্য সহায়তায় থাকবে ২০ কেজি চাউল, ২ কেজি মুসর ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ২৫ গ্রাম শুকনা মরিচ, ২৫০ গ্রাম সরিষার তেল, ৬ কেজি আটা, ১ টা সাবান ও ২ কেজি ছোলা।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com