৩১ প্রতিষ্ঠানের ৪৫ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

0

নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ শতাধিক পুলিশ সদস্য ও পাঁচশোর বেশি চিকিৎসক রয়েছেন। রয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা ৪৫ জন সংবাদকর্মীও।

দেশের একজন স্বনামধন্য সিনিয়র সাংবাদিক করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও চিফ রিপোর্টার সাংবাদিক হুমায়ুন কবির খোকন গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

চিকিৎসক-পুলিশ আর সংবাদকর্মীরা নিরন্তর দেশের মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিচ্ছেন। ইতোমধ্যে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির কার্যালয় লকডাউন করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো এবং আরেক দৈনিক সময়ের আলোর কার্যালয়। বেশ কয়েকটি সংবাদপত্রের ছাপা সংস্করণও বন্ধ করে দেয়া হয়েছে, কারও কারও কেবল অনলাইন সংস্করণই চালু আছে। পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রবিবার (৩ মে) পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠানের ৪৫ জন সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রতিষ্ঠানগুলো হলো-

১. ইন্ডিপেন্ডেন্ট টিভি (এক ক্যামেরাপারসন, বর্তমানে সুস্থ)
২. যমুনা টিভি (ঢাকার এক রিপোর্টার ও নরসিংদী প্রতিনিধি, বর্তমানে দুজন সুস্থ)
৩. দীপ্ত টিভি (ছয় সংবাদকর্মী, বর্তমানে একজন সুস্থ)
৪. এটিএন নিউজ (এক রিপোর্টার, বর্তমানে সুস্থ)
৫. একাত্তর টিভি (গাজীপুর প্রতিনিধি, বর্তমানে সুস্থ)
৬. বাংলাদেশের খবর (একজন রিপোর্টার, বর্তমানে সুস্থ)
৭. দৈনিক সংগ্রাম (একজন রিপোর্টার, বর্তমানে সুস্থ)
৮. মাছরাঙা টিভি (সাধারণ সেকশন থেকে এক কর্মকর্তা)
৯. শীতলক্ষ্যা পত্রিকা, নারায়ণগঞ্জ (সম্পাদক সপরিবারে আক্রান্ত)
১০. রেডিও টুডে (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
১১. ভোরের কাগজ (বরগুনার বামনা উপজেলা প্রতিনিধি, বর্তমানে সুস্থ)
১২. চ্যানেল আই (অনুষ্ঠান বিভাগের একজন)
১৩. দৈনিক প্রথম আলো (এক জ্যেষ্ঠ সাংবাদিক, বর্তমানে সুস্থ)
১৪. দৈনিক আলোকিত বাংলাদেশ (গাজীপুরের কাপাসিয়া প্রতিনিধি, বর্তমানে সুস্থ)
১৫. নিউজ পোর্টাল পূর্বপশ্চিম (জামালপুর প্রতিনিধি)
১৬. দৈনিক আজকালের খবর (বরগুনার বামনা প্রতিনিধি)
১৭. নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট (একজন সংবাদকর্মী)
১৮. দৈনিক ইনকিলাব (একজন সংবাদকর্মী)
১৯. দৈনিক জনতা (একজন সংবাদকর্মী)
২০. দৈনিক কালের কণ্ঠ (একজন ফটোসাংবাদিক)
২১. এনটিভি (ছয় সংবাদকর্মী, অনুষ্ঠান বিভাগের একজন এবং একজন মেকআপ আর্টিস্ট)
২২. দৈনিক আমার বার্তা (সম্পাদক)
২৩. আরটিভি (বার্তাকক্ষের একজন সংবাদকর্মী)
২৪. বাংলাভিশন (একজন রিপোর্টার)
২৫. এসএ টিভি (গাজীপুর প্রতিনিধি)
২৬. দৈনিক সময়ের আলো (নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন (মৃত) এবং একজন ফটোগ্রাফার)
২৭. দৈনিক লোকসমাজ, যশোর (একজন সাব-এডিটর)
২৮. দৈনিক প্রতিদিনের সংবাদ (একজন রিপোর্টার)
২৯. অনলাইনভিত্তিক নতুন সময় টিভি (একজন নিউজ প্রেজেন্টার)
৩০. রেডিও আমার (সংবাদকর্মী)
৩১. দৈনিক ইত্তেফাক (একজন সংবাদকর্মী)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com