ছাঁটাই, লে-অফ, চাকরিচ্যুতির মহামড়কে শ্রমজীবীরা

0

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভিযোগ করে বলেছে, ছাঁটাই, লে-অফ, চাকরিচ্যুতির মহামড়কে রয়েছেন শ্রমজীবীরা। এই দুর্বিষহ অনাগত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে স্বয়ং রাষ্ট্র।

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রফতানিমুখী শিল্প রক্ষার নামে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা জীবনের ঝুঁকির বিষয়ে কোনো পরিকল্পনা ও পদক্ষেপ ছাড়াই কারখানা খুলে শ্রমিকদের নতুন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সাম্রাজ্যবাদ ও তার স্বার্থরক্ষাকারী শিল্প মালিকদের বিশেষত গার্মেন্টস শিল্প মালিকদের হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দেয়া হচ্ছে।’

‘অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য নামেমাত্র কিছু প্রণোদনা ঘোষণা করলেও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তথাকথিত ত্রাণ বিতরণের কর্মসূচির ফলে এসব প্রণোদনা কতখানি শ্রমজীবী মানুষদের রক্ষা করতে পারবে এই প্রশ্ন সর্বত্রই জাগছে।’

‘দেশের অর্থনীতির চাকা সচল রাখার, মানুষের খাদ্য ও অন্যান্য আমদানিসামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত নৌ-যান ও সড়কে পরিবহন কাজে এবং লোডিং আনলোডিং কাজে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তাসহ সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপতো নেই। এমনকি ঝুঁকিপূর্ণ এই পরিবেশে কাজ করার জন্য তাদের নেই কোনো স্বীকৃতি বা তাদের জন্য নেই কোনো স্বাস্থ্য বীমা বা আর্থিক প্রণোদনার ঘোষণা।’

‘বিশ্বব্যাপীই এই করোনা মহাদুর্যোগ মহাদুর্ভিক্ষের ঘণ্টাধ্বনি বাজাচ্ছে। বাংলাদেশের শ্রমিক শ্রেণির সামনেও আজ এক বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবিলার জন্য শ্রমিক শ্রেণি ও শ্রমজীবী মানুষকে এককাতারে এসে দাঁড়াতে হবে,’- বলা হয় বিবৃতিতে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com