ভিআইপি-দের চিকিৎসা
ভিআইপি-দের চিকিৎসা
বন্দী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া তার পছন্দনীয় হাসপাতালে (ইউনাইটেড) চিকিৎসা নিতে চেয়েছিলেন। সরকারের পক্ষ থেকে তখন বারবার বলা হয়েছিল যে উনাকে বিএসএমএমইউ (পিজি) হাসপাতালে চিকিৎসা নিতে হবে, কারণ দেশের সেরা চিকিৎসা ব্যবস্থা সেখানেই আছে।
এখন জানা গেলো, ভিআইপি আর বিত্তবানদের করোনা ভাইরাস পরীক্ষা ও চিকিৎসার জন্য সরকার চারটি বেসরকারি হাসপাতালকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে সেরা চিকিৎসা বিএসএমএমইউতে থাকলে বিত্তবান আর ভিআইপিদের জন্য স্কয়ার বা ইউনাইটেড হাসপাতাল কেন? তাদের বরং বিএসএমএমইউতে চিকিৎসা নিতে বলা হোক। সত্যি সত্যি হয়তো সেরা হয়ে উঠবে তা তাহলে।
বড়লোকদের হাসপাতালে বরং গরীব আর মধ্যবিত্তদের অত্যন্ত অল্পমূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হোক। মাসে কোটি কোটি টাকা উপার্জন করে এটুকু সোশ্যাল রেসপনসিবিলিটি তারা দেখাতে পারেন না? -আসিফ নজরুল