করোনা মোকাবিলা : বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিলো এডিবি
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশকে জরুরি স্বাস্থ্যসেবা খাতে ১০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট শিশিন চেন বলেন, ‘করোনাভাইরাসের এ দুঃসময়ে এডিবি বাংলাদেশের সাথে আছে।’
‘জরুরি স্বাস্থ্যসেবা প্রদান, সুরক্ষা ও সেবাসামগ্রী সরবরাহ, রোগ নির্ণয় এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এ অর্থ কাজে লাগাতে পারবে,’ যোগ করেন তিনি।
এডিবি মনে করে, এ ঋণ দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে চিকিৎসাসামগ্রী ও করোনা পরীক্ষার কিট কেনা এবং চিকিৎসা খাতের অবকাঠামো উন্নয়নের সাথে করোনা মোকাবিলায় কার্যকর নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি এসব কাজে দ্রুত সাড়া প্রদান সম্ভব হবে।
ফলে আইসোলেশন ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ (সিসিইউ) ১৭ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ক্রয়, অন্তত ১৯টি করোনা পরীক্ষার ল্যাব উন্নয়ন, স্বাস্থ্যখাতে কমপক্ষে সাড়ে তিন হাজার কর্মীকে (৫০ শতাংশ নারী) প্রশিক্ষণ প্রদান এবং আরও অনেক চিকিৎসক ও কর্মী নিয়োগ দিতে পারবে সরকার। সূত্র : ইউএনবি